শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
আলো নিউজঃ
৩৭ বছর আগে রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন টিকে সরাসরি খারিজের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলে সংবিধান সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামোকেও আঘাত করে না।
২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে তিন বিচারপতির বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। এ দিকে ৫২ পৃষ্ঠার রায়ের এই পর্যবেক্ষণ দেন আদালত।
হাইকোট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দারের লেখা পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের ২-এর ‘ক’ অনুচ্ছেদে সন্নিবেশিত রাষ্ট্রধর্ম ইসলাম শুধু সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত মৌলিক নীতিগুলো অন্য কোনো বিধানের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ নয়।
এসময় সংবিধানে ইসলামকে ‘রাষ্ট্রধর্ম মর্যাদা’ প্রদান করা হলেও রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক মর্যাদা প্রদানের কোন বাধ্যবাধকতা নেই।
অনুচ্ছেদ ২ (ক) অবশ্যই সামগ্রিকভাবে পড়তে হবে এবং পড়লে এটা সুস্পষ্ট হবে , ইসলাম ধর্ম কে রাষ্ট্রধর্ম করার ধারণার সন্নিবেশ কোনোভাবেই ভিন্ন ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকারকে খর্ব করে না।
২৮ মার্চ ২০১৬ সালের রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে যে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ
১৯৮৮ সালে রাষ্ট্রপতি থাকাকালীন অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন।
Contraceptive pill money amulet aktiválása can help reduce the signs of endometriosis by subduing the growth of this cells and minimizing inflammation.