বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’– মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি ! নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল — মির্জা ফখরুল , নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন মামলা বানিজ্যে’র নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছেঃ ড.মুহাম্মদ জাহাঙ্গীর আলম হিংসা – বিদ্বেষ ভুলে সবাই নিয়ে এক সাথে কাজ করতে হবে- মাগুরার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এ্যাড. মশিউল আলম মাগুরায় হিলফুল ফুজুল ইসলামি সেবা সংঘ ও পাঠাগারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সংবাদদাতা / ১৩ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সেমাই, চিনি, নারিকেল, বাদাম, কিসমিস, শুকনা খেজুর, দুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। ঈদ উপলক্ষে সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

রবিবার (৩০ মার্চ) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো: শাখাওয়াত হোসেন শামীম, কপিল উদ্দীন মোল্লা, প্রবীন ব্যক্তিত্ব পেয়ার আহমেদ ভূঁইয়া।

ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মো: আবুল কালাম কামালের সভাপতিত্বে ও সদস্য মো: ওমর ফারুক শামীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মো: ওমর ফারুক পন্ডিত, বিশিষ্ট সাংবাদিক মো: বেলাল হোসাইন, মুহা. ফখরুদ্দীন ইমন, ছাত্রনেতা মো: মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন ভ‚ঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন মোল্লা, সংস্থার যুগ্ম আহবায়ক মো: নূর হোসেন মোল্লা, সদস্য মো: শাহাদাৎ হোসেন, মো: মাছুম, সমাজসেবক মো: নাসির উদ্দীন পন্ডিত, মো: রাকিব হোসেন মোল্লা, মো: গিয়াস উদ্দীন মোল্লা, মোহাম্মদ শামীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মো: আবুল কালাম কামাল বলেন, ‘মানবিক এ কার্যক্রমে অর্থ, শ্রম, মেধা ও পরামর্শ দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। করোনা কালীন দুর্যোগ, ২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যা, ঈদ উৎসবকে সামনে রেখে বিগত দিনেও বিভিন্ন প্রেক্ষাপটে প্রবাসী ও গ্রামবাসীর আর্থিক অনুদানে ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে এলাকার সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের সদস্যরা উপকার ভোগ করেছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


সেহরিঃ ৪:২৯
ইফতারঃ ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০