শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো “ঢাকা জেলা হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম”–এর এক বর্ণাঢ্য সমাবেশ। শুক্রবার সকাল ৯টায় বাইপাইল এলাকার একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন আসাদুজ্জামান জীম, যিনি ঢাকা জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং পেশাজীবী থানার আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশির আহমেদ, আমীর, আশুলিয়া থানা। বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা বিস্তারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেন।
সমাবেশে ঢাকা জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত ১০০ জনেরও বেশি হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মিলনমেলায় অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ বিরাজ করে।