বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া।
বুধবার (১৯ মার্চ) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, সাবেক শিক্ষক আব্দুল বাতেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, জাসাসের আহ্বায়ক সামির হোসেন, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক এমরান সরকার, সাবেক কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছ সরকার ও আব্দুল সালাম মাস্টারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।