ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় সাধারণ পথচারীসহ এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, চলতি এসএসসি পরীক্ষার সময়েও শিক্ষার্থীদেরকে কাদা ও পানির মধ্যে দিয়ে স্কুলে যেতে হচ্ছে। একটি পাশ দিয়ে রিকশা ও সিএনজি অটোরিকশা চললেও অপর পাশ দিয়ে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা হেঁটে চলতে বাধ্য হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ শুরু করে মাঝপথে ফেলে রেখে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ কামরুল ইসলাম জানান, আজ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় ইজিবাইক থেকে নেমে পায়ে হেঁটে যেতে হয়েছে অনেক অনিরাপদ ও ঝুঁকির মধ্যে।
পথচারীরা জানান, রাস্তার এমন বেহাল দশায় এসএসসি পরীক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তির শেষ নেই। যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো ঝুঁকি হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশলী মোঃ মাহাবুব হোসেন জানান, রাস্তার কাজটি শেষ করার সময় আরো বাকী আছে তবে জনস্বার্থে দ্রুতই যেন শেষ করা হয় এ ব্যপারে পরামর্শ দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে।