বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোট খুটাখালীর ব্যবসায়ী নাসির উদ্দীন বাবুলের বিরুদ্ধে মিথ্যাচার  ও হয়রানির অভিযোগ! ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল” গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কবিরহাটে জমজ দুই বোন ধর্ষন ;  সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা ও আইনী সহায়তা তারেক রহমানের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সুশীল ফোরাম জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে ইসরায়েলের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নিকুঞ্জ ও দক্ষিণ খানে রাজউক এর উচ্ছেদ অভিযানে ৮ লাখ টাকা জরিমানা

সংবাদদাতা / ৮১ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

আলো নিউজ 

রাজধানীর নিকুঞ্জ ১ ও দক্ষিণ খানে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২  এর  ইমারত নকশা ব্যতয় করে বিল্ডিং  নির্মান করার কারণে অভিযোগের ভিত্তিতে রাজুউক মোবাইল কোর্ডে এর মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচলন করে। এতে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহি র্ম্যাজিস্টেট মো কামারুজ্জামান

০৮ ফেব্রুয়ারী ২০২৪ ইং বৃহস্পতিবার রাজধানী নিকুঞ্জ ১ এ দক্ষিণ খান  আশোকোনা সিটি কমপ্লেক্সে আমতলা ও তালতাল  এলাকায়  অভিযান করে, অন্য একটি তথ্যে জানা যায় রাজউকের পৃথক আরেকটি টিম আশুলিয়া অঞ্চলে মোবাইল টিম পরিচালনা হয়।
এ দিকে সকালে নিকুঞ্জ ১ আবাসিক এলাকায় অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এখান  রাজউক নকাশা বহির্ভূত ইমারত উচ্চতা ও পিছনের অংশে বর্ধিত করে নির্মান কাজ করায়, বর্ধিত অংশা ভেঙ্গে দেয় এবং ৩ লক্ষ টাকা জরিমানা করে রাজউক  নকশা অনুযায়ী ইমারত নির্মান এর জন্য এক মাস সময় বেঁধে দেন। এবং নন জুডিশিয়াল স্টাম্পে  স্বাক্ষর রাখেন।


দুপুরের পরে দক্ষিণ খান আশকোনা সিটি কমপ্লেক্সে এলাকায় বেশ কয়েকটি ভবন উচ্ছেদ অভিযান পরিচালনা করে আমতলা এলাকায় রাজউক নকশা অনুযায়ী ইমারত নির্মান না করায় বার্ধিত অংশ ভেঙ্গে দেন এবং আশেপাশের ইমারত গুলোর মালিকগণ কে  মৌখিক ভাবে সর্তক করে।

এ দিকে তালতাল এলাকায় দুটি বহু তলা  ভুবনে একটিতে নকশার ব্যক্ত্যয় করায় অংশ ভেঙ্গে দেন

এবং আপরটি ৪৫ কাঠা জমির উপর নির্মিত নির্মিতব্য বহুতলা  ভবনটিতে কোন তথ্য সম্বলিত কোন সাইনবোর্ড, রাজউক নকাশা দেখাতে না পরায় ,এবং রাজউক ভবন পরিদর্শক, অথরাইজ অফিসার পরিদর্শন কালে পরিদর্শন বইতে লিখে গিয়েছিলেন তাই  কাজ সাময়িক বন্ধ রাখতে তারা নির্দেশ উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায়।

নগদ ৫ লক্ষ টাকা জরিমানা এবং নকশার বহির্ভূত অংশ ভেঙে দেন এবং এক মাসের সময় বেঁধে দেন।
এই অভিযান পরিচালনা করার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন
আমরা অভিযান পরিচালনা করছি,  রাজউক থেকে নকশা অনুমোদন নিয়ে যাদের ভবন নির্মাণ করার কথা তাঁর সেই কাজটি যথাযথ ভাবে করছেন কি না। সেই সকল ভবনের  সেই বিষয় গুলো আমরা দেখছি এবং প্রায় সব জায়গাতেই অনুমোদিত নকশা পাচ্ছি আমরা  তাতে নকশার ব্যত্যয়  ঘটিয়ে কিছু কিছু ভবন মালিকগন ভবন নির্মাণ করছে মূলত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান

এবং  তাদের বিরুদ্ধেই আমাদের আইন- আনুগ ব্যবস্থা করছি  উদাহরণস্বরূপ আজকে সকল থেকে আমরা কয়েকটি ভবনে নির্মান কাজ চলা অবস্থায় ভিজিট করেছি কিছু কিছু অনিয়ম পেয়েছি, তাতে আমারা ভেঙ্গে দিয়েছি একটি ভবনে ৩ লাখ টাকা এবং আমরা যে ভবনে দাড়িয়ে আছি এখনে নির্মান  ত্রুটি থাকার কারনে  ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নগর বাসির জন্য তিনি বলেন রাজউকের পক্ষ থেকে যে চেষ্টাটি সব সময় করা হয়ে থাকে নগর বাসীর জন্য সুষ্ঠু আবাস যোগ্য, নিরাপদ নগরী গড়েতলা সেই লক্ষ আমাদের এই অভিযান সুতরাং আমাদের এই অভিযানে।
এই অভিযান এলাকায় জনসাধারণ যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা নগরবাসী থেকে আমরা সব সময় সহযোগিতা পেয়েও থাকি তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমাদের মনে হয়েছে তারা যথেষ্ট খুশি।  আমাদের মনে হয়েছে এই ধরেনের অভিযান তারও চায়। এই এ ধরনের অভিযান রাজউকের সব সময়  অব্যাহত থাকবে। এতে অনিয়ম কমে আসবে।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন ২ এর অথরাইজড অফিসার : মো: হাসানুজ্জামান, ইমারত পরিদর্শক আব্দুর রহিম, ইমারত পরিদর্শক নির্মল মালো অন্যান কর্মকর্তা কর্মচারীগণ বৃন্দ এছাড়াও সহযোগিতা ছিলেন পুলিশের দক্ষিণ খান থানা ও  ডিএমপির সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


সেহরিঃ ৪:২৪
ইফতারঃ ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫