শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
আবু রায়হান, (স্টাফ রিপোর্টার)- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শরণখোলা শাখার উদ্যোগে “বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ~প্রাণ প্রাচুর্যের বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শরণখোলা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
আজ বেলা ১১ টার সময়, শরণখোলা আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আল-আমীন কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদার, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন মানিক, শাখার দ্বিতীয় কর্মকর্তা জনাব মোঃ রিফাত মাহমুদ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণের পাশাপাশি ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।