বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’– মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি ! নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল — মির্জা ফখরুল , নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন মামলা বানিজ্যে’র নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছেঃ ড.মুহাম্মদ জাহাঙ্গীর আলম হিংসা – বিদ্বেষ ভুলে সবাই নিয়ে এক সাথে কাজ করতে হবে- মাগুরার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এ্যাড. মশিউল আলম মাগুরায় হিলফুল ফুজুল ইসলামি সেবা সংঘ ও পাঠাগারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় প্রথম লেটুস চাষে উত্তম সরকারের ব্যপক সফলতা!

মোঃ সাইফুল্লাহ ; / ৩৮ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের দেবীনগর গ্রামের কৃষক উত্তম সরকার লেটুস চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন, যা কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে মাগুরার এই অঞ্চলে!

উত্তম সরকারের আবাদি এই জমি দূর থেকে দেখলে মনে হবে মাঠের বুকে লাল-সবুজের জাতীয় পতাকা কেউ বিছিয়ে রেখেছেন। কিন্তু কাছে গিয়ে বোঝা যায়, এটি কোনো কাপড় নয়, বরং সালাদের অন্যতম সবজি লেটুস এর সবুজ ও লাল রঙের গাছের সমারোহ।

লেটুস একটি জনপ্রিয় পাতা জাতীয় সবজি, যা সাধারণত সালাদ তৈরিতে ব্যবহৃত হয়। মাগুরা শ্রীপুরের এই কৃষক আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে লেটুস চাষ করে সাফল্য অর্জন করেছেন। দেশে ফাস্ট ফুডের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে লেটুসের চাহিদাও দিনে দিনে বাড়ছে। কিন্তু জেলায় এখনো বাণিজ্যিকভাবে লেটুস চাষ শুরু হয়নি। ফলে স্থানীয় ফাস্ট ফুড ব্যবসায়ীদেরকে যশোর থেকে বেশি দামে লেটুস কিনে আনতে হয়। এই বিষয়টি মাথায় রেখে শ্রীপুরের কৃষি বিভাগের সাবির্ক সহযোগিতায় উত্তম সরকার এখন জেলার একমাত্র লেটুস চাষী বলে জানা গেছে । এ কৃষকের সফলতা দেখে উপজেলা কৃষি বিভাগ লেটুস চাষের সম্ভাবনা নিয়ে আশাবাদী।

তারা মনে করেন, সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণ প্রদান করা হলে লেটুস চাষ সম্ভব। এতে কৃষকদের জন্য নতুন আয়ের পথ তৈরি হবে এবং স্থানীয় বাজারেও লেটুস সহজলভ্য হবে। বানিজ্যিক ভাবে লাভবান হবে স্থাণীয় চাষিরা।

লেটুস চাষী উত্তম সরকার জানান, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে ২০ শতক জমিতে লেটুস চাষ করেছি। খুব ভাল হয়েছে। দূর-দূরান্ত থেকে অনেকেই আমার এ ক্ষেত দেখতে আসছেন। তারা লেটুস চাষে আগ্রহ দেখাচ্ছে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, লেটুস চাষে মানুষের আগ্রহ তৈরিতে জাতীয় পতাকার আদলে চাষ করার কথা ভাবি। তাহলে মানুষ অন্তত দুর থেকে এসে দেখবে। ছবি তুলবে সেটা বিভিন্ন জায়গায় শেয়ার করলে লেটুস সম্পর্কে মানুষের আগ্রহ তৈরি হবে। এটার চাষ তো একেবারেই নতুন এই অঞ্চলে। মসলা জাতীয় ফসলের জন্য শ্রীপুর খুব বিখ্যাত অত্র এলাকায়। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে আমরা এই্ কুষককে লেটুস চাষে উদ্বুধ করি। প্রথমে তারা রাজি না হলেও পরে এর অর্থিক বিষয়ে ইতিবাচক জানালে সে চাষ করে।

শুধুমাত্র উপজেলা নই, বরং জেলার কোথাও লেটুস চাষ নেই। শ্রীপুর উপজেলা মসলা জাতীয় ফসলের জন্য সুপরিচিত। তাই এখানে নতুন জাতের ফসল উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যশোর অঞ্চলের টেকসই প্রকল্পের আওতায় এই নতুন উদ্যোগ কৃষিতে বৈচিত্র্য আনতে সহায়ক হবে। চাষিরা লাভবান হবে বলে তিনি জানান। লেটুস চাষের এই সাফল্য শুধু শ্রীপুরের কৃষকদের জন্য নয়, বরং সারা দেশের কৃষি খাতের জন্য অনুপ্রেরণা হতে পারে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশে যদি বাণিজ্যিকভাবে লেটুস চাষ বাড়ানো যায় তবে লাভবান হবেন কৃষকেরা। শ্রীপুরের এই কৃষকের লেটুস ক্ষেত একদিকে যেমন সৌন্দর্যের দৃষ্টান্ত, অন্যদিকে কৃষি খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিন করছে। এটি ভবিষ্যতে কৃষকদের আরো লেটুস চাষে উৎসাহিত করতে পারে।

মোঃসাইফুল্লাহ, মাগুরা।

তাং ০৩/০৩/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


সেহরিঃ ৪:২৯
ইফতারঃ ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০