বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
কলি আক্তার, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দারুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে ৩০০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় স্থানীয় আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহাদাত হোসাইনের সভাপতিত্বে, প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরনখোলা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,অধ্যক্ষ মাওঃ আব্দুল আলীম হাওলাদার,
পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি মাস্টার আলআমিন, বারইখালী ইউনিয়ন আমীর মোহিব্বুল্লাহ রফিক,সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো:আলামিন ইসলাম, সদর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।