বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
আজ ২৮ শে জানুয়ারী রবিবার রাজধানীর মিরপুরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালে সকাল ১০ টায় চোখের অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
বাঘের হাট জেলা, শরণ খোলা উপজেলার কৃতি সন্তান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( ডিইউজে) এর সদস্য, রূপনগর প্রেস ক্লাব ঢাকা এর সভাপতি, জনপ্রিয় সাংবাদিক জনাব আসাদুজ্জামান আসাদ তালুকদার দীর্ঘদিন চোখের নানান জটিলতায় ভুগছিলেন। তিনি ডাঃ মকতাদুল এর তত্ত্ববোধনে চোখের অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দেশবাসী, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন রূপনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন লিটন সাংগঠনিক সম্পাদক ডাঃ আল হাসান মোবারক, সহ রুপনগর প্রেসক্লাবের অনেক সদস্যবৃন্দ।
It is vital to stay hydrated by consuming alcohol lots of fluids, such
Nevertheless, it is vital to speak with a health care specialist or a signed up dietitian to ensure personalized and suitable virex crema referrals.
as water or dental rehydration solutions, while adhering to the BRAT diet regimen.