বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
মোঃ শাহিন হাওলাদার বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় অসহায় ৩শতাধিক নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণতহবিলের কম্বল বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও ইউপি সদস্য শরীফ মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ,
বিআরডিবির কর্মকর্তা লাবনী খানম, রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্যগন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় হতদরিদ্র পরিবারের সদস্যরা শীতের সময় প্রধানমন্ত্রীর দেয়া এ কম্বল পেয়ে খুব খুশি হয়েছেন বলে জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে শুধু শরণখোলায় নয়, সারা বাংলাদেশে শীতের কম্বল বিতরণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন ।