শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার খাগরিয়ার ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন খাগরিয়া ইউনিয়ন বিএনপি। গত ১৯ এপ্রিল (শনিবার) বাদে আছর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা পূর্বক খোঁজ খবর নিলেন খাগরিয়া ইউনিয়ন বিএনপ। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিজান। এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ,অর্থ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ্ সহ অংগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দরা বলেন বিএনপি যেকোন দূর্যোগে এদেশের জনগনের পাশে থাকা দল। আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যাননাই। দেশেই থেকে তিনি বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার চেষ্টা করেছেন।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশ ও দেশের মানুষের যে কোন বিপদে যেন বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসে। তারই নির্দেশনায় আজ আমরা আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি। শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া পূর্বক বিএনপি নেতৃবৃন্দ বিদায় নেন।
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির
২০/৪/২০২৫ খ্রী.