শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’– মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি ! নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল — মির্জা ফখরুল , নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন মামলা বানিজ্যে’র নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছেঃ ড.মুহাম্মদ জাহাঙ্গীর আলম

সন্ত্রাসী ভূমিকায় ঢাকা মিরপুর “ল” কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন!  শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটলেন!

সংবাদদাতা / ২৬১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

সন্ত্রাসী ভূমিকায় ঢাকা মিরপুর “ল” কলেজের সাবেক অধ্যক্ষ আলা উদ্দিন আহমেদ। অবশেষে শিক্ষক,কর্মকর্তা,কমর্চারী ও শিক্ষার্থীদের তোপের মুখে পিছু হটেছেন তিনি।

৩০ মে.২০২৪ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে “ল” কলেজের নিয়মিত ক্লাস চলাকালিন অবস্থায় হঠাৎ করে কিছু বহিরাগত ও পুলিশকে ভুল বুঝিয়ে কলেজে এসে তালা ভাঙতে উদ্যত হয়। বিষয়টি ছাত্র – ছাত্রীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধ দূর্গ গড়ে তোলে। তাদের প্রতিরোধে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয় অবৈধ ক্ষমতালোভী সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ। কলেজ কর্তৃপক্ষ দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভি.সি, কন্ট্রোলার ইন্সপেক্টর এবং আইন শঙ্খলাবাহিনীর ঊর্ধতন কর্তৃপক্ষকে মোবাইলে অবহিত করলে তারা দ্রুত কলেজ ক্যাম্পাসে ছুটে আসেন,সেই সাথে পল্লবী থানা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সহ স্থানীয় নেত্রীবৃন্দও, দ্রুত কতৃপক্ষের সাথে মত বিনিময় করেন এবং সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ কে গ্রেফতারের জোরদাবি জানান। উল্লেখ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ০৯.০৫.২০২৪ ইং তারিখে তাকে দায়িত্ব থেকে অব্যহতির আদেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কলেজের প্রচুর নগদ অর্থ, গাড়ি এবং কলেজের রেজুলেশন বই সহ গুরুত্বপূর্ণ ফাইল তার বাসায় অবৈধ ভাবে নিজ দখলে রেখেছে দিয়েছেন বলে জানা গেছে ।


আপনার মতামত লিখুন :

6 responses to “সন্ত্রাসী ভূমিকায় ঢাকা মিরপুর “ল” কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন!  শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটলেন!”

  1. Raja Amin says:

    তারিখঃ ০১/০৬/২০২৪ ইং
    বরাবর,
    মহামান্য রাষ্ট্রপতি,
    মাননীয় প্রধানমন্ত্রী,
    মহামান্য সুপ্রিম কোর্ট
    এবং
    স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
    শিক্ষা মন্ত্রণালয়,
    আইন ও বিচার মন্ত্রণালয়,
    জাতীয় বিশ্ববিদ্যালয়,
    Inspector General of Police of Bangladesh,
    Commissioner of DMP,
    সকল জাতীয় গোয়েন্দা সংস্থা,
    ভারপ্রাপ্ত কর্মকর্তা, পল্লবী থানা

    জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সকল গণমাধ্যম।

    দৃষ্টি আকর্ষণঃ মাননীয় ভিসি ও রেজিস্ট্রার এবং কলেজ পরিদর্শক মহোদয়, জাতীয় বিশ্ববিদ্যালয়।

    বিষয়ঃ মিরপুর আইন কলেজে অচলাবস্থা ও সন্ত্রাসী কর্মকান্ড এবং যথাযথ ব্যবস্হা গ্রহণ।

    জনাব,
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক জনাবা ফাহিমা সুলতানা কর্তৃক বিগত ০৯/০৫/২০২৪ ইং তারিখে ইস্যুকৃত একটি প্রশ্নবিদ্ধ পত্র জারির কারণে ঢাকা শহরে অবস্থিত মিরপুর আইন কলেজে চরম বিশৃঙ্খলা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। উক্ত পত্রে ভারপ্রাপ্ত পরিদর্শক উল্লেখ
    উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজের শিক্ষক/ কর্মকর্তা – কর্মচারীদের চাকুরির শর্তাবলী রেগুলেশন ২০২২ এর ০৯/০৮/২০২২ তারিখে জারিকৃত পত্রের প্রজ্ঞাপন অনুযায়ী বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় জনাব আলা উদ্দিন আহমেদ মিরপুর আইন কলেজের অধ্যক্ষ/শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

    উক্ত পত্রের কার্যকারিতা ও সঠিকতা চ্যালেন্জ করে জনাব আলা উদ্দিন আহমেদ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। বিগত ২০/০৫/২০২৪ তারিখে মহামান্য আদালত শুনানি শেষে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক কর্তৃক জারিকৃত ০৯/০৫/২০২৪ তারিখের পত্রের কার্যকারিতা ০৬ মাসের জন্যে স্থগিত করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি রুল জারি করেন এবং আদেশ প্রদান করেন এই মর্মে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের রেগুলেশন অনুযায়ী অধিভুক্ত আইন কলেজের অধ্যক্ষ ৬৭ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক উদ্দেশ্যপ্রনোদিত হয়ে বিধি বা আইন বহির্ভূতভাবে উক্ত পত্র বা চিঠি জারি করেছেন।

    মহামান্য হাইকোর্টের উক্ত আদেশের পর কলেজ পরিদর্শক জনাব ফাহিমা সুলতানার জারি করা পত্র বা আদেশ সম্বলিত চিঠি অকার্যকর ও অবৈধ হয়ে যায়। ফলে জনাব আলা উদ্দিন আহমেদ মিরপুর আইন কলেজের অধ্যক্ষ হিসেবে বহাল আছেন এবং তাঁর দায়িত্ব পালনে কোন প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি নাই।
    মহামান্য হাইকোর্টের আদেশের অনুলিপি সহ জনাব আলা উদ্দিন আহমেদ বিগত ৩০/০৫/ ২৪ ইং তারিখে মিরপুর আইন কলেজে কাজে যোগদানের জন্যে গমন করেন। কলেজে গিয়ে উনি দেখতে পান কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব খন্দকার মোদাচ্ছের এলাহী বহিরাগত বখাটে মাস্তান ও গুন্ডা দিয়ে কলেজের ফটক ভিতর ও বাহির থেকে তালা দিয়ে আটকে রেখেছেন এবং ভাইস প্রিন্সিপাল সাহেব কলেজের প্রিন্সিপাল জনাব আলা উদ্দিন আহমেদ সাহেব কে বহিরাগত মাস্তান বাহিনী দিয়ে কলেজে প্রবেশে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করেছেন। একই সময়ে ভাইস প্রিন্সিপাল জনাব এলাহী কলেজের বিভিন্ন কক্ষে ছাত্র ছাত্রীদেরকে অবরুদ্ধ করে রেখেছেন যা উক্ত সময়ে উপস্থিত এলাকাবাসী, পুলিশ ও সাংবাদিকরা অবলোকন বা প্রত্যক্ষ করেছেন। অর্থাৎ ভাইস প্রিন্সিপাল খন্দকার মোদাচ্ছের এলাহী একদল ভাড়াটে বহিরাগত সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় কলেজের বৈধ অধ্যক্ষ জনাব আলা উদ্দিন আহমেদ সাহেব কে কলেজে প্রবেশ করতে দেননি এবং ভাইস প্রিন্সিপাল সাহেব প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও সাংবাদিক দের সামনে প্রকাশ্যে অধ্যক্ষ আলা উদ্দিন আহমেদ সাহেব কে উপর্যুপরি প্রাননাশের হুমকি দিয়েছেন। ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে একদল বহিরাগত অছাত্র সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ ও ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে যা এলাকাবাসী প্রতিদিন প্রত্যক্ষ করছেন বা দেখছেন।বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় একজন বৈধ অধ্যক্ষ সাহেব কে জোর জবরদস্তি বিতাড়িত করে মিরপুর আইন কলেজের অধ্যক্ষের পদ দখল করার জন্যে মরিয়া অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব খন্দকার মোদাচ্ছের এলাহী দিনের পর দিন কলেজ ক্যাম্পাসে তান্ডবলীলা চালিয়ে যাচ্ছেন।

    বহিরাগত সন্ত্রাসী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় কলেজ ক্যাম্পাসের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে, শিক্ষার পরিবেশ ধ্বংস করে, অবৈধ ভাবে একজন বৈধ অধ্যক্ষ কে ভয় ভীতি প্রদর্শন করে, ছাত্র ছাত্রীদের জিম্মি করে রেখে, অধ্যক্ষ সাহেব কে প্রাননাশের হুমকি দিয়ে, অধ্যক্ষ সাহেব কে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে না দিয়ে মিরপুর আইন কলেজের ভাইস প্রিন্সিপাল নিষিদ্ধ রাজনৈতিক দল জামাতে ইসলামীর রোকন, রগকাটা শিবিরের সাবেক ক্যাডার খন্দকার মোদাচ্ছের এলাহী বিগত ১০ মে হতে অনৈতিক, বেআইনী, শৃঙ্খলাবিরোধী, মহামান্য হাইকোর্টের আদেশ বিরোধী ও নৈরাজ্যকর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা অনাকাঙ্ক্ষিত, সংবিধান ও রাষ্ট্রবিরোধী।

    বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনায় উপরোক্ত বিষয়ে যথাযথ ও কার্যকর ব্যবস্হা গ্রহণ করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জনস্বার্থে দেশবাসীর পক্ষ হতে আমি বিনীত আবেদন জানাচ্ছি।

    বিনীত নিবেদক,
    জনস্বার্থে ও দেশবাসীর পক্ষে,
    ইন্জিনিয়ার আমিন আহমেদ রাজা,
    মোবাইল নম্বরঃ ০১৮৪৩২২৯৬১৬
    ইমেইল: aminahmedraja@gmail.com

    সংযুক্তিঃ
    (১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কর্তৃক জারিকৃত পত্রের কপি।
    (২) মহামান্য হাইকোর্টের আদেশের অনুলিপি।
    (৩) অধ্যক্ষ কর্তৃক পল্লবী থানায় দায়েরকৃত জিডির কপি।

  2. Dr.Nahid Zaman says:

    মিরপুর আইন কলেজে অচলাবস্থা ও সন্ত্রাসী কর্মকান্ড।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক জনাবা ফাহিমা সুলতানা কর্তৃক বিগত ০৯/০৫/২০২৪ ইং তারিখে ইস্যুকৃত একটি প্রশ্নবিদ্ধ পত্রের কারণে ঢাকা শহরে অবস্থিত মিরপুর আইন কলেজে চরম বিশৃঙ্খলা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। উক্ত পত্রে ভারপ্রাপ্ত পরিদর্শক উল্লেখ করেছেন,
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজের শিক্ষক/ কর্মকর্তা – কর্মচারীদের চাকুরির শর্তাবলী রেগুলেশন ২০২২ এর ০৯/০৮/২০২২ তারিখে জারিকৃত পত্রের প্রজ্ঞাপন অনুযায়ী ৬০ বছর পূর্ণ হওয়ায় জনাব আলা উদ্দিন আহমেদ মিরপুর আইন কলেজের অধ্যক্ষ/শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

    উক্ত পত্রের কার্যকারিতা ও সঠিকতা চ্যালেন্জ করে জনাব আলা উদ্দিন আহমেদ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। বিগত ২০/০৫/২০২৪ তারিখে মহামান্য আদালত শুনানি শেষে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক কর্তৃক জারিকৃত ০৯/০৫/২০২৪ তারিখের পত্রের কার্যকারিতা ০৬ মাসের জন্যে স্থগিত করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি রুল জারি করেন এবং আদেশ প্রদান করেন এই মর্মে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের রেগুলেশন অনুযায়ী অধিভুক্ত আইন কলেজের অধ্যক্ষ ৬৭ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক উদ্দেশ্যপ্রনোদিত হয়ে বিধি বা আইন বহির্ভূতভাবে উক্ত পত্র বা চিঠি জারি করেছেন।

    মহামান্য হাইকোর্টের উক্ত আদেশের পর কলেজ পরিদর্শক জনাব ফাহিমা সুলতানার জারি করা পত্র বা আদেশ সম্বলিত চিঠি অকার্যকর ও অবৈধ হয়ে যায়। ফলে জনাব আলা উদ্দিন আহমেদ মিরপুর আইন কলেজের অধ্যক্ষ হিসেবে বহাল আছেন এবং তাঁর দায়িত্ব পালনে কোন প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি নাই।
    মহামান্য হাইকোর্টের আদেশের অনুলিপি সহ জনাব আলা উদ্দিন আহমেদ বিগত ৩০/০৫/ ২৪ ইং তারিখে মিরপুর আইন কলেজে কাজে যোগদানের জন্যে গমন করেন। কলেজে গিয়ে উনি দেখতে পান কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব খন্দকার মোদাচ্ছের এলাহী বহিরাগত বখাটে মাস্তান ও গুন্ডা দিয়ে কলেজের ফটক ভিতর ও বাহির থেকে তালা দিয়ে আটকে রেখেছেন এবং ভাইস প্রিন্সিপাল সাহেব কলেজের প্রিন্সিপাল জনাব আলা উদ্দিন আহমেদ সাহেব কে বহিরাগত মাস্তান বাহিনী দিয়ে কলেজে প্রবেশে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করেছেন। একই সময়ে ভাইস প্রিন্সিপাল জনাব এলাহী কলেজের বিভিন্ন কক্ষে ছাত্র ছাত্রীদেরকে অবরুদ্ধ করে রেখেছেন যা উক্ত সময়ে উপস্থিত এলাকাবাসী, পুলিশ ও সাংবাদিকরা অবলোকন বা প্রত্যক্ষ করেছেন। অর্থাৎ ভাইস প্রিন্সিপাল খন্দকার মোদাচ্ছের এলাহী একদল ভাড়াটে বহিরাগত সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় কলেজের বৈধ অধ্যক্ষ জনাব আলা উদ্দিন আহমেদ সাহেব কে কলেজে প্রবেশ করতে দেননি এবং ভাইস প্রিন্সিপাল সাহেব প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও সাংবাদিক দের সামনে প্রকাশ্যে অধ্যক্ষ আলা উদ্দিন আহমেদ সাহেব কে উপর্যুপরি প্রাননাশের হুমকি দিয়েছেন। ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে একদল বহিরাগত অছাত্র সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ ও ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে যা এলাকাবাসী প্রতিদিন প্রত্যক্ষ করছেন বা দেখছেন।বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় একজন বৈধ অধ্যক্ষ সাহেব কে জোর জবরদস্তি বিতাড়িত করে মিরপুর আইন কলেজের অধ্যক্ষের পদ দখল করার জন্যে মরিয়া অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব খন্দকার মোদাচ্ছের এলাহী দিনের পর দিন কলেজ ক্যাম্পাসে তান্ডবলীলা চালিয়ে যাচ্ছেন।

    বহিরাগত সন্ত্রাসী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় কলেজ ক্যাম্পাসের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে, শিক্ষার পরিবেশ ধ্বংস করে, অবৈধ ভাবে একজন বৈধ অধ্যক্ষ কে ভয় ভীতি প্রদর্শন করে, ছাত্র ছাত্রীদের জিম্মি করে রেখে, অধ্যক্ষ সাহেব কে প্রাননাশের হুমকি দিয়ে, অধ্যক্ষ সাহেব কে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে না দিয়ে মিরপুর আইন কলেজের ভাইস প্রিন্সিপাল নিষিদ্ধ রাজনৈতিক দল জামাতে ইসলামীর রোকন, রগকাটা শিবিরের সাবেক ক্যাডার খন্দকার মোদাচ্ছের এলাহী বিগত ১০ মে হতে অনৈতিক, বেআইনী, শৃঙ্খলাবিরোধী, মহামান্য হাইকোর্টের আদেশ বিরোধী ও নৈরাজ্যকর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা অনাকাঙ্ক্ষিত, সংবিধান ও রাষ্ট্রবিরোধী।

  3. Dr.Nahid Zaman says:

    Mirpur law College এর বৈধ Principal জনাব আলা উদ্দিন আহমেদ একজন ছাত্র ছাত্রী ও শিক্ষা বান্ধব শিক্ষক।
    পক্ষান্তরে অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল মোদাছের এলাহী একজন মূর্খ, ক্ষমতালোভী রগকাটা শিবির বাহিনীর সাবেক ক্যাডার। উনার পরিবারের সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত। উনি একজন আইনজীবী হওয়া সত্বেও মহামান্য হাইকোর্টের আদেশ না মেনে অধ্যক্ষের পদ দখলের খায়েশে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দ্বারা বৈধ প্রিন্সিপাল আলা উদ্দিন আহমেদ সাহেব কে কলেজে প্রবেশ করতে দিচ্ছেন না।

  4. কৃষিবিদ জাফর আহমেদ says:

    আইন শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত থাকা, বৈধ অধ্যক্ষ সাহেব কে দায়িত্ব পালনে বাধা প্রদান করা, মাস্তান বাহিনী দিয়ে কলেজে নৈরাজ্য সৃষ্টি করা ইত্যাদি বহুবিধ কারণে কলেজের ভাইস প্রিন্সিপাল খন্দকার মোদারেছ এলাহী কে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করার জন্যে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

  5. কৃষিবিদ জাফর আহমেদ says:

    Jashim সাহেব,
    আলা উদ্দিন আহমেদ সাহেব মিরপুর আইন কলেজের বৈধ অধ্যক্ষ। বিগত ১০ মে হতে আপনি যে ছাত্র বেতন ও অন্যান্য ফি Collection করছেন সেই টাকা গুলো কোথায় রাখছেন? অবশ্যই আদায়কৃত টাকা আপনি কলেজের Bank Account এ জমা রাখবেন অথবা অধ্যক্ষ আলা উদ্দিন আহমেদ সাহেবের নিকট জমা রাখবেন। এছাড়া টাকা গুলো অন্য কিছু যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিশ্চিত ফেঁসে যাবেন এবং Fund তছরুপ হলে তার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।
    Keep in mind, আলা উদ্দিন আহমেদ সাহেব ৬৭ বছর বয়স পর্যন্ত মিরপুর আইন কলেজের প্রিন্সিপাল হিসেবে অবশ্যই বহাল থাকবেন ইনশাআল্লাহ।

    ধন্যবাদ।

  6. Fazle Rabby, Ex student, Mirpur law College. says:

    Mirpur law College এর সকল শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কলেজের বৈধ প্রিন্সিপাল জনাব আলা উদ্দিন আহমেদ সাহেবের নির্দেশনায় কর্মকাণ্ড পরিচালনা করুন। আপনারা বিপথগামী হলে আপনাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে। খন্দকার মোদারেছ এলাহীর হটকারিতায় আপনারা পা দিবেন না।খন্দকার এলাহীর সন্ত্রাসী কার্যক্রমের সহযোগী হলে আপনারা পরিবার সহ ক্ষতিগ্রস্ত হবেন।
    জনাব আলা উদ্দিন আহমেদ সাহেব ৬৭ বছর বয়স পর্যন্ত মিরপুর আইন কলেজেের অধ্যক্ষ হিসেবে বহাল থাকবেন ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


সেহরিঃ ৪:২৯
ইফতারঃ ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০