শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’– মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি ! নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল — মির্জা ফখরুল , নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন মামলা বানিজ্যে’র নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছেঃ ড.মুহাম্মদ জাহাঙ্গীর আলম

নিজেদের ঈদ উদযাপনকে উৎসর্গ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে নগরীতে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ও নগরবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপন নিশ্চিতকরণে বিশেষ উদ্যেগ

সংবাদদাতা / ১৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

মুক্ত গণতন্ত্রের স্বাধীন বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিস্ট সরকারমুক্ত পবিত্র ঈদ উল ফিতরে নারায়ণগঞ্জবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে তথা নারায়ণগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে এবং সরকারি ছুটিতে নারায়ণগঞ্জ যখন ফাঁকা, অনেকেই নিজেদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে চলে গিয়েছে,

তাদের বাড়িঘরে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিজেদের ঈদ উদযাপন উৎসর্গ করে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব।

বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে তার সমর্থকরা ঈদের প্রথম রাত থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মধ্যরাতে গাড়ির বহর নিয়ে নগরবাসীর নিরাপত্তায় টহল দেন।


নগরবাসীর নিরাপত্তা প্রহরী হিসেবে এই গাড়ির বহরটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নিতাইগঞ্জ, বাবুরাইল, দেওভোগ, আমলাপাড়া, মিশনপাড়া, মাসদাইর, গলাচিপা, টানবাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং ঈদের ছুটির দিনগুলোতে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও কেন্দ্রীয় সাইবার ইউজার দল এর সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দল এর আহ্বায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দল এর আহ্বায়ক গোলাম মোর্শেদ সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান জুয়েল চৌধুরী, রাবিদ হাসান মীম, সদস্য সচিব মোঃ সিয়াম, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সিয়াম, প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, মোঃ আফসার, ১৭নং ওয়ার্ডের নাফিজ রহমান তালুকদার সহ নারায়ণগঞ্জ মহানগরের অন্যান্য ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

এস. আলম রাজীব এই সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণেই বিএনপির রাজনীতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলেও, তার দোসররা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এখনো অবিরত কুটচাল চালিয়ে যাচ্ছে, তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রয়েছি দেশের জনগনের এই প্রজন্মের অতন্দ্র প্রহরী হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


সেহরিঃ ৪:২৯
ইফতারঃ ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০